সাংবাদিকের উপর পুলিশি হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

Published: 29 Jan 2017   Sunday   

ঢাকায় সাংবাদিকের উপর পুলিশি হামলার প্রতিবাদে রোববার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে অন্যান্যর মধ্যে রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, সামশুল আলম, রির্পোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের যুগ্ন সম্পাদক মনসুর আহম্মেদ, ইউনিয়নের সভাপতি মিল্টন বড়–য়া, প্রমুখ। এসময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে সিএনজি অটোরিক্সার চলাচল বন্ধ রেখে রাঙামাটি জেলা অটোরিক্্রা মালিক ও শ্রমিকরা অংশ নেন। সংহতির বক্তব্যে দেন রাঙামাটি সিএনজি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক মুনীরুজ্জামান মহসীন রোমান

 

সমাবেশে বক্তারা ঢাকায় এটিএন নিউজের দুই সাংবাদিকের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ লিখিত বিবৃত্তির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত