খাগড়াছড়ি পার্বত্য জেলায় জলবায়ু পরির্বতন বিষয়ক চার দিন ব্যাপী কর্মশালা শুক্রবার শেষ হয়েছে।
খাগড়াছড়ি গন্জ পাড়া বলপিয়া আদামস্থ আনন্দ অডিটেরিয়ামের আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন্ড ডেভেলপমেন্ট(ইসিমোড) ও আরুন্য ফাউন্ডেশন সহযোগীতায় সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা।
আরুন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহম্মেদ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুদিব্য কান্তি খীসা। কর্মশালায় জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিও কর্মকর্তারা অংশ গ্রহন করা হয়।
অনুষ্ঠনে বক্তারা পার্বত্য চট্টগ্রামে এক সময় প্রাকৃতিক সম্পদের ভরপুর ছিল। কিন্তু এখন সেই সম্পদ হারিয়ে গেছে উল্লেখ করে বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তিতে এ অঞ্চলের পরিবেশ, বন ও বন ভূমির সুরক্ষা হওয়ার কথা থাকলেও কালের পরিবর্তে বিরান ভূমিতে পরিণত হচ্ছে। এ অঞ্চলের হ্রদ-নদী’র নাব্যতা হারিয়ে গেছে এখন ভরাট হয়ে গেছে। বক্তারা আদিবাসী জনগোষ্ঠির প্রথাগত আইনের রীতি-নীতি অনুযায়ী পরিবেশ, জীব-বৈচিত্র,সংরতি বন ও পানি উৎস সংরনের উদ্যোগ এবং জীবন-জীবিকা উন্নয়নের জন্য হেডম্যান-কার্বারী, বেসরকারী উন্নয়ন সংস্থা, জুমিয়াদের বেশী ভুমিকা পালনের আহবান জানান ।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.