বাঘাইছড়ি পৌর নির্বাচনে ৫মেয়র ও ৩৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

Published: 19 Jan 2017   Thursday   

বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন মনোনয়নপত্র বাছাইয়ের দিনে  মেয়র পদে ৫ জন প্রার্থী, সাধারন কাউন্সিলার পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলার ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার বাঘাইছড়ি নির্বাচন অফিসে মনোণয়পত্র বাছাইয়ের দিন নির্বাচন অফিসার নাজিম উদ্দিন সকল প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর বৈধ ঘোষণা করেন। আগামী ২৭ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

 

উল্লেখ্য, গেল মঙ্গলবার বাঘাইছড়ি নির্বাচনে মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন  জমা দেন। মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান, বিএনপির মনোনীত প্রার্থী ওমর আলী, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সেলিম উদ্দীন বাহারী, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান এবং স্বতন্দ্র প্রার্থী ও উপজেলা পৌর আওয়ামীলীগ নেতা সূজিত চাকমা। এছাড়া এ পৌর সভার ৯টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিল এবং ৩টি সংরক্ষিত  ওয়ার্ডের ৬জন মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

 

বর্তমানে এ পৌর সভায় ১০ হাজার ১৭৭ জন ভোটার রয়েছেন। আগামী ১৮ ফেব্রুয়ারী এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত