’৭১-এর মহান মুক্তিযুদ্ধে তৎকালীন রামগড় মহকুমার মুক্তিযুদ্ধ সংগঠক, পার্বত্য চট্টগ্রামে শান্তির লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত যোগাযোগ কমিটির সদস্য নকুল চন্দ্র ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা।
শনিবার টাস্কফোর্সের চেয়ারম্যানের স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়,নকুল চন্দ্র ত্রিপুরার মৃত্যুতে দেশ ও জাতি এমন একজন দেশ প্রেমিককে হারালো যিনি আজীবন সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে মানব কল্যাণে নিজেকে আত্মোৎসর্গ করেছেন। তিনি আমাদের সকলের জন্য অনুসরনীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন।
প্রেস বার্তায় টাস্কফোর্সের চেয়ারম্যান স্বর্গীয় নকুল চন্দ্র ত্রিপুরার আত্মার সদ্গতি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
--হিলবিডি২৪/সম্পাদরা/সিআর.