বাঘাইছড়ি পৌরসভার আগামী ১৮ ফেব্রুয়ারী নির্বাচন

Published: 12 Jan 2017   Thursday   

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার আগামী ১৮ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠানের ঘোষনা করা হয়েছে। এর মধ্যে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারী,মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন ১৯ জানুয়ারী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ জানুয়ারী। এ পৌর সভায় বর্তমানে ৯ হাজার ৯৪৭ জন ভোটার রয়েছেন।


এদিকে,সম্ভাব্য মেয়র পদে প্রার্থীরা দলীয় জেলা নেতাদের দ্বারে দ্বারে তদবির ও লবিং শুরু করে দিয়েছেন।


উল্লেখ্য, ২০০৪ সালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি পৌরসভা হিসেবে ঘোষনা করে সরকার। তবে দীর্ঘ দিন প্রশাসক দিয়ে এ পৌর সভার কার্যক্রম চালালেও ২০১২ সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়।


বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দীন জানান, গেল ৮ জানুয়ারী নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-১ এর সহকারী সচিব মোঃ রাজিব আহসানের স্বাক্ষরিত আদেশে ঘোষিত তফশিলে ১৮ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মেয়র ও কাউন্সিলরদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারী,মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন ১৯ জানুয়ারী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ জানুয়ারী।


এদিকে, তফসিল ঘোষনার পর পর সম্ভাব্য মেয়র প্রার্থীরা মনোনয়ন পেতে লবিং ও তদবির শুরু করেছেন। আওয়ামীলীগ থেকে সম্ভাব্য মেয়র পদ প্রার্থী হিসেবে যাদের না শুনা যাচ্ছেন তারা হলেন,বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি জমির হোসেন (জমির), জাফর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আবদুল শুক্কুর মিয়া।

 

বিএনপি থেকে উপজেলা  সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান মেয়র মোঃ আলমগীর কবির, সাবেক সাধারন সম্পাদক মোঃ সেলিম উদ্দিন বাহার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মারিশ্যা ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের নাম শুনা যাচ্ছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত