রাঙামাটিতে চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির মানববন্ধন

Published: 08 Feb 2015   Sunday   

রোববার রাঙামাটি চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির উদ্যোগ শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সবার উপরে দেশ দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

শহরের রাঙামাটি চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির পরিচালক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির সদস্য চেম্বার সদস্য চিংকিউ রোয়াজা, জেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মাতব্বর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির সদস্য ও সদর থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশীদ(মামুন)-সহ রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ও চেম্বার অফ কমার্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ফিরোজা বেগম চিনু এমপি তার বক্তব্যে বলেন, সবার উপরে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিতে একটি মহল উঠে পড়ে লেগেছে। তাদের এই চক্রান্ত নসাৎ করে দিতে আমাদের দলমত ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

 

তিনি আরও বলেন, দেশে যে সহিংসতা ও জ্বালাও পোড়ায় যারা করছে তাদের আইনের আওতায় নিয়ে এসে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার সরকারের প্রতি দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত