বর্তমান সরকারের ১লক্ষ ১৭ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে-অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব

Published: 10 Jan 2017   Tuesday   

বর্তমান সরকারের ১লক্ষ ১৭ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। অর্থ মন্ত্রীর সর্বশেষ ৫ লক্ষ কোটি টাকার উন্নয়ন বাজেট করার পরিকল্পনা করছেন। আর এ উন্নয়নে যেসব উপজেলাকে অগ্রধিকার দেওয়ার হবে তার মধ্যে একটি সুপারিশ করা হবে জুরাছড়ি উপজেলাকে। 

 

মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় উন্নয়ন মেলা পরিদর্শনকালে অর্থ মন্ত্রনালায়ের উপ-সচিব শীষ হায়দার চৌধুরী একথা বলেন। 

 

এ সময় তিনি বলেন, উপজেলায় কর্মরত কর্মকর্তাগণ সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে স্ব-স্ব কাজের সাথে তারা মিশে গেছেন। উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর বন্ধুত্বের  উপজেলা সমস্ত কর্মকান্ড আরো গতিশীল হবে।  তিনি আরো বলেন,রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কত যে দুর্গম না এলে অনুদাবন করা সম্ভব নয়। এমন দুর্গম উপজেলায় উন্নয়ন মেলে দেখে সকলেই আভিভূত হতে হবে। রাজস্ব ফান্ডের না থাকার সত্বেও সরকারের উদ্যোগকে বাস্তবায়ন করছে এ উপজেলা।

 

পরিদর্শকালে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা, রিসোস সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মরশেদুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে অর্থ মন্ত্রনালায়ের উপ-সচিব শীষ হায়দার চৌধুরী উপজেলা সবুজ চত্বরে অনুষ্ঠিত উন্নয়ন মেলা পরিদর্শন ও স্থলের প্রতিনিধিদের সাথে সেবা-কার্যক্রম বিষয়েও কথা বলেন।

 

উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র-এ স্লোগানকে সামনে রেখে সোমবার থেকে জুরাছড়ি উপজেলায় দুদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ত্রিশটি স্থল অংশ নিয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত