পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বুধবার খাগড়াছড়িতে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খাগড়াছড়ি পৌরসভা হল প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি ভার্স্কয্যে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা। পরে দুপুরে কদমতলীস্থ জেলা আওয়ামীলীগের সভাপতির অনুসারীদের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এর পর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের কর্মসূচীর সূচনা করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা। পরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমির হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা থেকে শাপলা চত্বর মোড় প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি ভার্স্কয্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
একই স্থানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমির হোসেন, হদয় মারমা ও সাধারণ সম্পাদক জহিরুল উদ্দিন ফিরোজ প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.