লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানের মুক্তির দাবীতে বুধবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ

Published: 03 Jan 2017   Tuesday   

লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জ্যোতি চাকমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিসহ কয়েক দফা দাবীতে বুধবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষনা করা হয়েছে।


মঙ্গলবার সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটির সদস্য ও দুল্যাতলী ইউনিয়র চেয়ারম্যান ত্রিলন চাকমা দয়াধনের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কর্মসূচির ঘোষনা করা হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবি আন্দোলন জোরদার করার জন্য লক্ষীছড়ি উপজেলার জনপ্রতিনিধি ও জনগনকে সাথে নিয়ে মঙ্গলবার এক বৈঠকের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি গঠন করা হয়। ১২৭ সদস্য বিশিষ্ট এই সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন লক্ষীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্যপ্রু মারমা, সদস্য সচিব হলেন লক্ষীছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেবিরানী বসু।


বার্তায় সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ জনগণের উপর হয়রানী বন্ধ,পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের অসাংবিধানিক ১১ দফা নির্দেশনা প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে বুধবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষনা করা হয়েছে।


প্রেস বার্তায় এই সড়ক অবরোধ সফল করার জন্য খাগড়াছড়ি জেলার সকল সাধারণ জনগণ ও সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি এ আন্দোলনকে জোরদার করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ প্রতিরোধে শামিল হওয়ার আহ্বান জানান।


বিবৃতিতে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে আয়োজিত সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,মঙ্গলবার বিকালে লক্ষীছড়ি উপজেলায় সুপার জ্যোতি চাকমার উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাকে মুক্তির দাবি জানিয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিনা উসকানিতে লাঠিসোঁটা নিয়ে হামলা, ইটপাটকেল নিক্ষেপ করলে শতাধিক সাধারণ মানুষ আহত হয় বলে অভিযোগ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত