লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে মানবন্ধন

Published: 02 Jan 2017   Monday   

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে  গ্রেফতারের প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে  জুম্ম জন প্রতিনিধি সংসদ।

 

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চু মনি চাকমা,পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও পেরাছড়া ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।

 

বক্তারা বলেন নাটক সাজিয়ে একজন জন প্রতিনিধিকে রাতের আধারে এভাবে আটক করা অন্যায় ও মানবাধিকার লংঙ্ঘন। তাছাড়া জন প্রতিনিধিকে আটকের একটি বিধান রয়েছে।  বক্তারা অবিলম্বে সুপার জ্যোতি চাকমার নিঃশর্ত মুক্তির দাবী জানান।

 

ইউপিডিএফের প্রতিবাদ:

সোমবার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নেতা ও সংগঠক সচিব চাকমা লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্র পাওয়ার নাটক সাজিয়ে তার সরকারী বাসভবন থেকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি  জানিয়েছেন।

 

উল্লেখ্য,রোববার  দিবাগত রাত সোয়া ২টার লক্ষীছড়ি উপজেলার সরকারি বাসভবন থেকে যৌথ বাহিনীর একটি দল  তাকে  অস্ত্রসহ আটক করে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত