পার্বত্য এলাকায় সন্ত্রাস,জঙ্গীবাদ প্রতিরোধে সরকার যা কিছু করার তার সবকিছুই করবে-পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 29 Dec 2016   Thursday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেছেন,পার্বত্য এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গীবাদ প্রতিরোধে জনগনের জানমাল রক্ষায় সরকার যা কিছু করার  তার সবকিছুই করবে।

 

তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তির অনেকাংশই বাস্তবায়িত হয়েছে। তাই  সরকারকে দোষারোপ না করে পার্বত্য চুক্তির বাকী ধারাগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারকে সহায়তা দিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান। 

 

বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

সভায় জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মোঃ কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, ত্রিদিপ কান্তি দাশ, সবির কুমার চাকমা, সান্তনা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।

 

এছাড়া সভায় পুলিশ সুপারের বিভাগের প্রতিনিধি, সাংবাদিক ও জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। 

 

পরে প্রধান অতিথি পরিষদের পক্ষ বীর মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র ও জেলার ২৫টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম হারমোনিয়াম, তবলা, স্কাউটসব্যান্ড সেট, মৃদঙ্গ, ফুটবল, ক্রিকেটসেট,ফুটবল, ভলিবল ও বাস্কেটবল প্রদান করেন।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রতি মাসে সমন্বয় সভাটি করা হয় জেলার উন্নয়ন ও জনগনের কল্যাণে।  তিনি প্রতি সভায় বিভাগীয় প্রধানদের উপস্থিত থেকে পরামর্শ ও মতামত প্রদানের আহ্বান জানান

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত