রাঙামাটিতে বৃহস্পতিবার দিনব্যাপি নৈতিক শিক্ষা, স্বেচ্ছাসেবীতা ও সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটির সাবারাং রেস্টুরেন্টে ট্রান্সপারেন্সিইন্টারন্যাশনালবাংলাদেশ (টিআইবি) সচেতননাগরিককমিটি (সনাক) উদ্যোগে কর্মশালার উদ্বোধন করেন সনাক রাঙামাটি সহসভাপতি অমলেন্দু হাওলাদার। প্রশিক্ষণ কর্ম প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন রাঙামাটি সনাকের এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম।
কর্মশালায় চেতনন নাগরিক কমিটি (সনাক) এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণে নৈতিক অবক্ষয়, দুর্নীতি’ রমধ্যে সম্পর্ক, টিআইবি’র নৈতিক আচরণ বিধিমালা পরিচিতি, সামাজিক আন্দোলন, স্বেচ্ছাসেবক হিসাবে দুর্নীতি বিরোধী আন্দোলন সফল করতে করণীয় এবং দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে নৈতিক আচরণ বিধির গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে অনিয়ম, অন্যায়, শোষন, বৈষম্য ও বঞ্চনা দূর করার জন্য যে কোন সামাজিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সামাজিক আন্দোলন পরিচালনার পূর্ব শর্ত ব্যক্তিকে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন হতে হবে।
দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস দের অংশ গ্রহণে নৈতিক শিক্ষা, স্বেচ্ছাসেবীতা ও সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে মতামত ব্যক্ত করেন তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.