অর্থনৈতিক শুমারী রিপোর্ট প্রকাশনা উপলক্ষে খাগড়াছড়িতে সেমিনার

Published: 28 Dec 2016   Wednesday   

অর্থনৈতিক শুমারী ২০১৩’র জেলা রিপোর্ট প্রকাশনা উপলক্ষে বুধবার খাগড়াছড়িতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজন অতিরিক্তি জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন প্রধান অতিথি হিসেবে অর্থনৈতিক শুমারী ২০১৩’র খাগড়াছড়ির জেলা রিপোর্ট এর মোড়ক উম্মোচন করেন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, খাগড়াছড়ি চেম্বার অব কর্মাস ইন্ডাষ্ট্রির পরিচালক সুদর্শন দত্ত, জেলা পরিসংখ্যান কর্মকর্তা এ এইচ এম ওয়াহিদুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা ইসরাত জাহান নাসরিন ।

 

সেমিনারের বক্তারা বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে মধ্য আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিনত করতে কাজ করছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, প্রবৃদ্ধি ও এসডিজির লক্ষ্য অর্জনে পরিকল্পনার প্রয়োজন। আর সঠিক পরিকল্পনা প্রনয়নে এ জেলা  রিপোর্ট গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত