সড়ক দুর্ঘটনায় আহত রাঙামাটির সিনিয়র সংবাদকর্মী ও দৈনিক প্রথম আলোর ষ্টাফ রিপোর্টার হরি কিশোর চাকমাকে বুধবার দেখতে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
দীর্ঘ দুমাস ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুব মেডিকেল বিশ্ববিদ্যালয়(পিজি) হাসপাতালে চিকিৎসা শেষে গেল মঙ্গলবার রাত ১১টার দিকে এ্যাম্বুলেন্সযোগে তাকে রাঙামাটিতে নিয়ে আসা হয়।
শহরের রাঙ্গাপানি এলাকায় হরি কিশোর চাকমার নিজ বাসায় দেখতে যান পরিরষদ চেয়ারম্যান। এসময় চেয়ারম্যান সাংবাদিক হরিকিশোর চাকমার শারীরিক খোজ-খবর নেন। চেয়ারম্যান হরি কিশোর চাকমার আত্বীয়-স্বজনদের চিকিৎসা ও সঠিক সময়ে ঔষুধপত্র খাওয়ানোর জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য, গেল ২৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে দৈনিক প্রথম আলোর রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার হরিকিশোর চাকমা শহরের রাজবাড়ী এলাকা থেকে নিজেই মোটরসাইকেল চালিয়ে রাঙ্গাপানিস্থ নিজ বাসায় ফিরছিলেন। এসময় শহরের ভেদভেদিস্থ রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট এলাকায় পৌছলে হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলে তিনি গুরুত্বর আহত হন।
পরে পথচারীরা রাস্তায় উপর তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থায় অবনতি ঘটলে তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি মাথায়, বুকে ও চোখের নিচে গুরুত্বর আঘাত পান। পর দিন চট্টগ্রাম শাহজালাল বিমান বন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.