রাঙ্গুনীয়া সমিতি রাঙামাটি সমবায় লিমিটেডের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় শহরের বৃহত্তর রাঙামাটি কাঠ ব্যবসায়ি সমবায় সমিতি সম্মেলন কক্ষে সমিতির সভাপতি আলহাজ্ব লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হাজী মো.মুছা মাতব্বর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো.জামাল উদ্দিন,কাঠ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ,রাঙ্গুনীয়া সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার জামাল উদ্দিন ও জিয়া উদ্দিন পিয়ারু। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নেয়াজ উদ্দিন মালিক,জহির উদ্দিন,মুছা তালুকদার, মো. ইউছুফ,জাহাঙ্গীর আলম চৌধুরী ও মাষ্টার নাছের প্রমূখ।
উক্ত মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো.জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গুনীয়া সমিতির যুগ্ন সম্পাদক কাজী মো.আলমগীর।মিলাদ মাহফিলে প্রধান অতিথি হাজী মুছা বলেন,ইসলাম একটি শান্তির ধর্ম।
বক্তারা বলেন, আজ সারা পৃথিবীতে শান্তির ধর্ম ইসলামকে মুছে ফেলার জন্য একটি চক্র কাজ করছে। তারা যুগেযুগে আল্লাহর রাসুল(স)কে ও এই ভাবে হয়রানি করে আসছিল। শেষ পর্যন্ত রাসুল (স) বিজয়ী হয়েছেন। আজ মিয়ানমার ও ইসরাইলের মুসলমানদের করুন অবস্থা। তার পরও বিশ্বের মুসলিম দেশগুলো একেবারে নীরব।তাই এখনো সময় আছে মুসলমানদের একত্রিত হওয়া দরকার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.