পাহাড়ে প্রাণী সম্পদের উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে-মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী

Published: 24 Dec 2016   Saturday   

পার্বত্য চট্টগ্রামে প্রাণী সম্পদের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ।


শুক্রবার রাঙামাটিতে খামারীদের প্রশিক্ষন ও ভেড়া বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসামবস্তি জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ আইনুল হক, প্রাণী সম্পদ গবেষনা ইনস্টিটিউটের মহা পরিচালক ড. তালুকদার নুরুন্নাহারসহ অন্যন্যরা উপন্থিত ছিলেন।


প্রতিমন্ত্রী বলেন,পাহাড়ের মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।


পরে প্রধান অতিথি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ২০ জন ভেড়া চাষীর মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ করেন| 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত