বরকলে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Published: 08 Feb 2015   Sunday   

 রোববার  বরকলে উদোক্তা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কনফারেন্স কক্ষে বরকল উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা। প্রধান অথিতি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রকল্পের উপ সমন্বয়ক বিপুল চাকমা।

 

বক্তব্যে রাখেন কলাবুনিয়া যুব ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মহারাজ ১৬২নং চিবা বড়হরিণা মৌজার হেডম্যান লিলাময় চাকমা ফুটন্ত ক্লাবের সভাপতি ও ১৫৫নং হেডভরিয়া মৌজার হেডম্যান পুতুল চাকমা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পরেশ দেওয়ান।

 

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বুদ্ধলিলা চাকমা, সাংবাদিক ইতিময় চাকমা, উপজেলার যুব ক্লাবের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।

কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যই বিপুল চাকমা বলেন, আত্ম-সামাজিক অবস্থার পরিবর্তন ও বেকারত্ব দুর করতে  কারিগরি শিক্ষার বিকল্প নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আর্থ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত