খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবাশ্রমে বিবেকানন্দ বিদ্যা নিকেতন উদ্বোধন

Published: 23 Dec 2016   Friday   

শুক্রবার খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবা শ্রমের বার্ষিক উৎসব ও ভবন উদ্ধোধন করা হয়েছে। 

 

জেলা সদরের প্রতাপ কার্বারী পাড়ায় অবস্থিত সেবাশ্রমের বার্ষিক উৎসব উপলক্ষে নিজস্ব ভূমিতে ভারত সরকারের সহযোগিতায় ‘বিবেকানন্দ বিদ্যা নিকেতন’র শিক্ষা কার্যক্রমের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

সেবাশ্রম সভাপতি ভুবন মোহন ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরহিত্য করেন, রামকৃষ্ণ সেবাশ্রম-চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ শক্তিনাথানন্দজী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, ভারতীয় সহকারী ভারতীয় হাই কমিশনার সোমনাথ হালদার, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ মজিদ আলী এবং চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী গুরুপদ পালিত।

 

সভা শেষে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ফিতা কেটে নব-নির্মিত ‘বিবেকানন্দ বিদ্যা নিকেতন’ ভবন ও এর শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত