খাগড়াছড়িতে তিন বৌদ্ধ ধর্মীয় গুরুকে স্থবির থেকে মহাস্থবির বরণ

Published: 23 Dec 2016   Friday   

খাগড়াছড়ি ইটছড়ি মৈত্রী পুর ভাবনা কেন্দ্রে শুক্রবার তিন জন বৌদ্ধ ধর্মীয় গুরুকে স্থবির থেকে  মহাস্থবির হিসেবে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ির ইটছড়ি মৈত্রী পুর ভাবনা কেন্দ্রে ভদন্ত যুক্তিবাদ স্থবির, ভদন্ত ব্রহ্মদত্ত স্থবির ও ভদন্ত বিমলানন্দ স্থবিরকে এক জাক জমক পূর্ণ ধর্মী অনুষ্টানে মাধ্যমে স্থবির থেকে মহাস্থবির পদে বরণ করা হয়। এ অনুষ্ঠান সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে। খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন শাখা বনবিহার থেকে বৌদ্ধ ভিক্ষু ও ধর্মীয় উপাসক-উপাসিকা এ অনুষ্ঠানে যোগদান করেন।

 

অনুষ্ঠানে সকালে বুদ্ধ মুর্তি দান,সংঘ দান,অষ্ট পরিস্কার দান,ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দান করা হয়। ভিক্ষুদের পিন্ড আহার ও উপাসক-উপাসিকাদের দুপুরে খাবারের পর বেতছড়ি মারমা পাড়ার একটি ক্লাবের মাঠ থেকে তিন জন নতুন মহাস্থবির ভান্তেকে পালকিতে চলে মৈত্রীপুর ভাবনা কেন্দ্রে এক ধর্মীয় শোভা যাত্রার মাধ্যমে নিয়ে আসা হয়। এ সময় হাজার হাজার ধর্মীয় নর-নারী শোভা যাত্রায় অংশ গ্রহন করেন। বৌদ্ধ ধর্মীয় মতে ভিক্ষুরা ১০ বর্ষাবাস পালন করলে স্থবির বা পালি ভাষায় থের ও  ২০ বর্ষাবাস শেষ হলে মহাস্থবির বা মহাথের উপাধি লাভ করে থাকেন।

 

এ ধর্মীয় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটির রাজ বনবিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাস্থবির,গামাঢ়ী ঢালা বনবিহারের বিহারধ্যক্ষ ভদন্ত বৌধিপাল মহাস্থবির,পানছড়ি শান্তি পুর অরণ্য কুঠিরের বিহারধ্যক্ষ ভদন্ত শাসন রক্ষিত মহাস্থবিরসহ খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন শাখা বনবিহার থেকে বৌদ্ধ ভিক্ষু ও ধর্মীয় উপাসক-উপাসিকা এ অনুষ্ঠানে যোগদান করেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত