খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও দোষীদের গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

Published: 22 Dec 2016   Thursday   

খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা,প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে কর্মরত গণমাধ্যম কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।


জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশলি প্রসাদ চাকমা, নন্দন দেব নাথ, রাঙামাটি জার্নালিষ্ট’স নেটওর্য়াকের সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু প্রমুখ উপস্থিত ছিলেন। মানবন্ধনে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিস মিডিয়ার কর্মীরা অংশ গ্রহন করেন।

 

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ পার্বত্যাঞ্চলে গণমাধ্যমকর্মীরা আজ সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন। খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলাই তারই প্রমাণ করে। কিন্তু তার পরও প্রশাসন নীরব। অন্যদিকে এসব সন্ত্রাসীদের মদতদাতা সমাজিক যোগাযোগ (ফেসবুক) মাধ্যমে বিভিন্ন সাংবাদিকদের নামে কুউক্তি ছড়াছে।


নেতৃবৃন্দ খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা,প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ ও এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


উল্লেখ্য,গেল রোববার একটি জাতীয় পত্রিকার খাগড়াছড়ির ফটো সাংবাদিক নীরব চৌধুরী শহরের চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলার সময় খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমের ক্যাডাররা জোর পূর্বক ধরে নিয়ে গিয়ে মেয়রের কাছে হস্তান্তর করে। এসময় পৌর মেয়র নীরব চৌধুরীকে শারীরিকভাবে নির্যাতন করেন।

 

এর প্রতিবাদে গেল মঙ্গলবার খাগড়াছড়ির কর্মরত সাংবাদিকরা শহরের মানববন্ধন করার সময় পৌর মেয়রের ক্যাডার কসাই দিদার প্রকাশ্য সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয়। পরে ৩৫জন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত