দীঘিনালায় ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের উদ্ধোধন

Published: 21 Dec 2016   Wednesday   

খাগড়াছড়ির দীঘিনালায় চার দিন ব্যাপি ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্পের উদ্ধোধন করা হয়েছে।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মস্ত্রণালয় ও বাংলাদেশ স্কাউটস’র যৌথ আয়োজনে মঙ্গলবার দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত  ক্যাম্পের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম। দীঘিনালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক অনুপ চন্দ্র দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, হাসিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া। এছাড়া কাবলিডার ও অত্র ক্যাম্পের প্রশিক্ষক পংকজ চৌধুরী, জানু বিকাশ চাকমা, মোঃনজরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটসএর দীঘিনালা উপজেলার সম্পাদক মুহাম্মদ আক্কাছ আলী।

 

চার দিন ব্যাপি ক্যাম্পে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০জন স্কাউটসরা এতে অংশগ্রহন করার কথা রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর মহা তাবু জলসার মাধ্যমে এই ক্যাম্পের সমাপ্তি হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত