মানবিক কারনে রোহিঙ্গাদের যতটুকু সহযোগিতা করার ততটুকু করা হচ্ছে-স্বরাষ্ট্রমন্ত্রী

Published: 21 Dec 2016   Wednesday   

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গারা যারা দেশের ভেতরে ঢুকে পড়েছে, মানবিক কারনে তাদেরকে যতটুকু মানবিক সহযোগিতা করার ততটুকু আমরা করছি। আমরা তাদের বলবো, আমরা মিয়ানমারের সাথে কথা বলছি, ভাল সময় সুযোগ হলে তাদেরকে ফিরিয়ে নিতে আমরা মিয়ানমারের সাথে কথা বলবো, আমরা বিশ্বাস করি-তারা ফিরে যাবে।

 

তিনি আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকার। অবৈধ অস্ত্র উদ্ধারেও সক্রিয় ভূমিকা পালন করছে আইন-শৃঙ্খলাবাহিনী।

 

বুধবার বান্দরবান শহরের বালাঘাটা পুলিশ লাইন্স স্কুল ভবন উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। 

 

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইন্স স্কুল ভবন ও রোয়াংছড়ি থানা ভবনের উদ্বোধন করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত