খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সমৃদ্ধির জন্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রীর গৃহীত ‘ধর্ম যার, রাষ্ট্র সবার’ নীতির ফলে পাহাড়ের প্রতিটি সম্প্রদায় সমান আত্ম মর্যাদায় বিকশিত হচ্ছে। সরকারের বর্তমান মেয়াদের বিগত তিন বছরে তিন পার্বত্য জেলার শিক্ষা-সংস্কৃতি, অবকাঠামো, সড়ক যোগাযোগ ব্যবস্থা, সেতু উন্নয়ন এবং উচ্চ শিক্ষা প্রসারে বৈপ¬বিক উন্নতি সাধিত হয়েছে।
তিনি এই অগ্রগতি অব্যাহত রাখার জন্য পাহাড়ি-বাঙালি সকল মানুষকে সরকারের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
মঙ্গলবার জেলার পানছড়ির সীমান্তবর্তী ‘লোগাং বন বিহার’ আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় বিহারের অধ্যক্ষ ধর্মত্তর স্থবির, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি পূর্ন চন্দ্র চাকমা, সা: সম্পাদক রিপন চাকমা, গবেষক চিংলামং চৌধুরী এবং সাংবাদিক প্রদীপ চৌধুরী উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান সুখ্যাত এই বিহারের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং আগামী অর্থবছরের মধ্যেই অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্র“তি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.