পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে-মানজারুল মান্নান

Published: 20 Dec 2016   Tuesday   

পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে বলে  মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান

 

তিনি বলেন, স্ব-স্ব এলাকার বিদ্যালয় পরির্দশনের মাধ্যমে বিদ্যালয়ের বিরাজমান সমস্যা বের করে স্থানীয় ভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগীতা নিতে হবে।


মঙ্গলবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় আইন শৃংখলা, মানসম্মত শিক্ষা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব একথা বলেন।

 

জেলা প্রশাসক আরো বলেন, বর্তমান সরকার হেডম্যান কার্ব্বারীদের ভাতা বৃদ্ধির লক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। সুতরাং কোন প্রতিবেদনে ভূয়া রিপোর্ট কিংবা সেবার নামে জনগণকে হয়রানী বন্ধ করতে হবে। জনগণ যাতে দ্রুত সেবা পায় সে ব্যবস্থা নিতে হবে।


উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী পিপিএম, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, হেডম্যান, কার্ব্বারী, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন রির্সোস সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মরশেদুল আলম।


এর আগে জেলা প্রশাসক ধামাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে মিড দে মিল্ক কর্মসূচী ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ভবন উদ্ধোধন করেন।

 

সভায় উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, ভূবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকটের কারণে প্রায় এক হাজার শিক্ষার্থীর শিক্ষার অনিশ্চিতার বিষয়টি বহুবার জেলা সমন্বয় সভা ও সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষকে অবগত করা হলে কোন সুফল পাওয়া যায়নি। যা উপজেলা বাসীর জন্য খুবই দুঃখজনক। এ ছাড়া দুর্গম দুমদুম্যা ইউনিয়নের একাবাসীর উদ্যোগে নির্মিত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এমপিওভুক্তি জনসাধারণের সময়ের দাবী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত