রাঙামাটিতে রেড ক্রিসেন্ট ইউনিটের ইকোসেক প্রকল্পের সুবিধাভোগীদের প্রশিক্ষণ সমাপ্ত

Published: 20 Dec 2016   Tuesday   

রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইকোসেক প্রকল্পের আওতায় কৃষি, বসত বাড়ীতে গাছ রোপন ও সবজি বাগান বিষয়ক ১৩ দিন ব্যাপী প্রশিক্ষণ গেল মঙ্গলবার সমাপ্ত হয়েছে।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙ্গামাটি ইউনিট বর্তমান বছরের মাঝামাঝি সময় থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলার হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ইকোসেক (ইকোনমিক সিকিউরিটি) প্রকল্প বাস্তায়ন করছে।


প্রশিক্ষণ শেষে প্রত্যেক পরিবারের মধ্যে সবজি বীজ হিসেবে মিষ্টি কুমড়া, লাউ, ঢেড়স, শশা, লালশাক, বরবটি ও করলার বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণের ফলে গ্রামবাসীরা নিজেদের উদ্যেগে আধুনিক পদ্ধতিতে কৃষি, বসতবাড়ীতে গাছের চারা রোপন ও সবজি চাষ বিষয়ে ভূিূূূূূূূূূূমকা রাখতে পারবে বলে প্রশিক্ষকরা আশা প্রকাশ করেন।


গৃহিত প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন ও অন্যান্ন গ্রামবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য রাঙামাটি সদর উপজেলার সাপমারা আদার পাহাড়ে ৫০ পরিবার, সাপছড়ি যৌথ খামারে ৬৮ পরিবার, কাউখালী উপজেলার সোসাইছড়িতে ১৯১ পরিবার, বড়বিলিতে ৮৭ পরিবার,মঘাইছড়িতে ৩১ পরিবার মোট কমিউনিটির ৪২৭ পরিবারকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষকদের মাধ্যমে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। গেল ৭ ডিসেম্বর থেকে উক্ত প্রশিক্ষণ শুরু হয়ে ১৯ ডিসেম্বর সমাপ্ত হয়।


গৃহিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গেল ২ নভেম্বর প্রকল্পের ১৯৭ জন সুবিধাভোগীর মধ্যে পরিবার প্রতি ত্রিশ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত