খাগড়াছড়িতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Published: 20 Dec 2016   Tuesday   

খাগড়াছড়ির প্রথম আলোর ফটো সাংবাদিক নিরব চৌধুরী বিটনের উপর খাগড়াছড়ি পৌর মেয়রের শারিরীক নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ির সকল পেশাজীবী সাংবাদিকরা।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শাপলা চত্তরে আয়োজিত  ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে খাগড়াছড়ি  জেলায় কর্মরত প্রিন্ট,টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

 

মানবন্ধন চলাকালে খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলমের ক্যাডার বাহিনীর প্রধান কসাই দিদারের নেতৃত্বে এক দল ক্যাডার মানববন্ধনের সামনে বিক্ষোভ মিছিল করে বিএনপি কার্যালয়ের সামনে ঘুরে এসে শাপলা চত্তরে মানবন্ধনের ৫-৬ গজ দুরে এসে সমাবেশ করে। এ সময় ক্যাডার বাহিনীর প্রধান কসাই দিদার মাইকে শ্লোগান দেন সাংবাদিকদের আস্তনা ভেঙ্গে দা ঘুড়িয়ে দাও। কসাই দিদার প্রকাশ্যে সাংবাদিকদের জবাই করার ঘোষনা দেওয়া ছাড়াও  মাটি কাটার সংবাদ পরিবমেন করায় এনটিএন নিউজের জেলা প্রতিনিধি মোঃ আবু দাউদ, এস এ টিভি’র প্রতিনিধি মোঃ নুরুল আজম ,চ্যানেল ২৪ ও সমকালের প্রতিনিধি প্রদীপ চৌধুরী ও একাত্তর টিভি  ও সকালের খবরের প্রতিনিধি রূপায়ন তালুকদার চার জনের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি মূলক শ্লোগান দেন।

 

সংবাদকর্মীদের মানববন্ধন শেষে কর্মরত সাংবাদিক খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা,জেলা প্রশাসক মোঃ ওযাহিদু জ্জামান এবং পুলিশ সুপার মোঃ মজিদ আলী সাথে দেখা করেন এবং জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন মিডিয়ার ৩৫ জন সাংবাদিক খাগড়াছড়ি  মডেল থানায় সাধারণ ডায়রী করেন। জিডি নং ১০১৮ তাং ২০/১২/২০১৬।

 

এদিকে, খাগড়াছড়ি পেশজিীবী সাংবাদিকদের হত্যার হুমকির  ঘটনায় খাগড়াছড়ির সংসদ সদস্য, জেলা প্রশাসক মোঃ ওযাহিদুজ্জামান এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন একজন জন প্রতিনিধি এ কাজ করা কখনো শোভা পায় না। তারা সাংবাদিকদের আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেন। এছাড়া  এ ঘটনায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

 

উল্লেখ্য,গেল রোববার প্রথম আলোর খাগড়াছড়ির ফটো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে মেয়র রফিকুল আলমের ক্যাডার বাহিনীর প্রধান কসাই দিদার তার লোক দিয়ে ধরে এনে মেয়রের কাজে হস্তান্তর করে। পরে তাকে শারীরিক নির্যাতন করে। খবর পেয়ে সহকর্মীরা া নিরব চৌধুরী বিটনকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত