রাঙামাটিতে ঈদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে আলোচনা সভা

Published: 18 Dec 2016   Sunday   

শনিবার রাঙামাটিতে পবিত্র ঈদে এ মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মাইনি মিলনায়তনে রাঙামাটি জেলা আহলে সুন্নাত ওয়াল জামা`আত সমন্বয় কমিটির সভাপতি অধ্যক্ষ আল্লামা হাফেজ নজরুল ইসলাম নঈমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামা`আত প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন।

 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাঙামাটি আহলে সুন্নাত ওয়াল জামা`আত সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা নুরুল আলম হেজাজী। প্রধান আলোচক ছিলেন সাউদার্ন ইউনিভাসিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল আজহারী।

 

এসময় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিডিপি প্রকল্প ব্যবস্থাপক আলহাজ্ব মো: জানে আলম, রাঙামাটি প্রেস ক্লারে সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মো: মোস্তফা কামাল।

 

বিশেষ আলোচক ছিলেন বনরুপা জামে মসজিদ`র ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম আশরাফী, কাপ্তাই নূরীয়া দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন নুরী। অনুষ্ঠান পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামা`আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য-সচিব এম এ মুস্তফা হেজাজী।

 

প্রধান অতিথির বক্তব্যে সাউদার্ন ইউনিভাসিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল আজহারী বলেন,স্বাধীন বাংলাদেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদীদের কোন স্থান নেই। তারা এই স্বাধীন দেশে সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

 

জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে আহলে সুন্নাত। আর তাইতো সারাদেশের প্রতিটি বিভাগে-জেলায় আহলে সুন্নাতের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশের আয়োজন করছে। আর এসব সমাবেশে সাধারন মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নিচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত