রাঙামাটিতে নানান আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

Published: 17 Dec 2016   Saturday   

মুক্তিযুদ্ধের ৪৫ পর প্রথম বারের মতো শনিবার নানান আয়োজনে রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

 

রাঙামাটি রিজার্ভ বাজারের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামনে শহীদ এম এ আলী চত্বরে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সুচনা করা হয়। তৎকালীন শেখ ফজলুল হক মনির নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) এর দুই মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ পেয়ারা ও লেঃ কর্ণেল (অবঃ) মনিষ দেওয়ান জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সুচনা করেন। এসময় ৭১ সালে রাঙামাটিতে যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, অশোক মিত্র কার্বারী, এমদাদ হোসেন, মুক্তিযোদ্ধা সংগঠক প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার বরার্ট রোনাল্ট পিন্টুসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

পরে পার্বত্য চট্টগ্রাম বোর্ডের সম্মেলন কক্ষে রাঙামাটি মুক্ত দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মুক্তিযোদ্ধারা ৭১ সালের রনাঙ্গনের স্মৃতিচারণ করেন।

 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ ফজলুল হক মনি-র নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএল এফ) ও মেজর জেনারেল সুজন সিং উবান এর নেতৃত্বাধীন ভারতীয় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স (এস এফ এল) এর সদস্যদের উপস্থিতিতে হাজারো জনতার উল্লাস মুখর পরিবেশে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত