রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Published: 16 Dec 2016   Friday   

শুক্রবার রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।


শহরের রিজার্ভ বাজারস্থ শহীদ শুক্কর স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকালের দিকে রাঙামাটির মারী স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সমাবেশ. কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে আয়োজন করা হয়।

 

কুচকাওয়াজের সালাম ও অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।অনুষ্ঠান শেষে অংশ গ্রহনকারীদের প্রধান অতিথি উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু ।


এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা,ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এদিকে দিবসটির প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী ও রাষ্টপতির পক্ষে পুষ্পস্তবক অপর্ণ করেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান। এরপর পুষ্প স্তবক অপর্ন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।

 

এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ টিপু সুলতান, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী জেলা আওয়ামীলীগের পক্ষে দলের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, বিএনপির পক্ষে দলের সভাপতি শাহ আলম পুষ্প স্তবক অপর্ণ করেন।

 

তাছাড়া সকালের দিকে রাঙামাটি রিপোর্টার্স ইউনিনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমার নেতৃত্বে পুষ্প স্তবক অর্পণ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত