কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

Published: 16 Dec 2016   Friday   

শুক্রবার যথাযোগ্য মর্যাদায় কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।                                            

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি সুচনা করা হয়। উপজেলা মাঠে এএসআই আবদুল আলীমের পরিচালনায় সকালে প্যারেডে অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন ও সভাপতি রাঙামাটি সিঃ সহকারী কমিশনার সাদিয়া পারভীন। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ডিসপ্লে, খেলাধুলা, মহিলাদের বালিশ বদল, প্রীতি ফুটবল প্রতিযোগিতা সহ নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নুর মোহাম্মদ বাবু।

 

এছাড়াও রয়েছে চিত্রাংকন, শুটিং প্রতিযোগিতা ও প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ সহ মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সন্মানী তুলে দেন অতিথিরা। এ সময় আরো ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা, অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, আ’লীগ নেতা শফিউল আলম খোকন, সেলিম, তর্জন আলী প্রমুখ।

 

এদিকে, উপজেলার শহীদ বুদ্ধিজীবিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। রাতে উপজেলা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত