যথাযোগ্য ভাবগাম্ভীর্য মর্যাদায় বুধবার রাঙামাটিতে মহান শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম জসিম উদ্দিন বাবুল, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, প্রবীন সাংবাদিক ও বুদ্ধিজীবি সুনীল কান্তি দে।
সভায় বক্তারা, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে রঙঙ্গামাটির যে সব বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছিল তার প্রকৃত ইতিহাস লিপিবদ্ধ করে নতুন প্রজন্মেও কাছে তা তুলে ধরার দাবী জানান। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবির পরিবারের সদস্যদের যথাযোগ্য মর্যাদা প্রদানের আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.