রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে স্থানীয় পাহাড়ীদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ মঙ্গলবার শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নো পুলি পাড়া এলাকায় আনারস বাগানের চারা কেটে ধ্বংস করার অভিযোগে আটক ৫জনকে মুক্তির দাবীতে ও ভূমি বেদখলের প্রতিবাদে এ অবরোধ ডাকা হয়।
স্থানীয় পাহাড়ীদের ডাকা মঙ্গলবার সকাল-সন্ধ্যা অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ওই রুটের চলাচলকারী সাধারন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অবেরোধ চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, বুড়িঘাটে আনারস বাগান কেটে দেয়ায় অভিযোগে গেল রোববার সন্ধ্যায় স্থানীয় আনারস চাষী মধু মিয়া ২০ জনের নাম উল্লেখসহ ৫৫জনকে আসামী করে নানিয়ারচর থানায় মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সোমবার অভিযান চালিয়ে পলিপাড়া থেকে ৫জনকে আট করেছে। আটককৃতরা হল, মংলা অং মারমা(৫০), হ্লাতু আ মারমা(৩০),রেণু মারমা(৫০) ও চাই ঞুরুই মারমা(৬৩)।
উল্লেখ্য, গেল শনিবার মধ্যরাতে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট মধ্যমপুলি পাড়ায় দূর্বৃত্তরা আনারস চাষী জামাল সিকদার ও মধু মিয়ার প্রায় ৮২হাজার আনারস চারা কেটে ধ্বংস করে দেয় বলে অভিযোগ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.