যুবলীগ নেতা অপহরণের প্রতিবাদে বিলাইছড়িতে সড়ক ও নৌ পথ অবরোধ পালিত

Published: 12 Dec 2016   Monday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া থেকে যুবলীগ নেতা দয়াল তংচংগ্যাকে অপহরণের প্রতিবাদে ও মুক্তির দাবীতে সোমবার বিলাইছড়িতে আওয়ামীলীগের ডাকে সকাল-সন্ধ্যা শান্তিপূর্নভাবে সড়ক ও নৌ পথ অবরোধ পালিত হয়েছে।


উল্লেখ্য, গেল শনিবার দিবাগত রাতে যুবলীগ নেতা দয়াল তাংচংগ্যাকে ফারুয়ার উলুছড়ির নিজ বাড়ি থেকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। এ অপহরণ ঘটনায় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পার্বত্য জনসংহতি সমিতিকে দায়ী করলেও সংগঠনের পক্ষ থেকে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। 


জানা যায়, বিলাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলাকালে বিলাইছড়ি উপজেলা সদর থেকে নৌ পথে কোন নৌযান রাঙামাটি শহর ও কাপ্তাইয়ের ছেড়ে যায়নি। অবরোধের সময় বিলাইছড়ি উপজেলা সদরে সড়কে কোন প্রকার যানবাহন চলাচল করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এদিকে. অপহরণের দুদিন অতিবাহিত হলেও অপহৃত দয়াল তংচংগ্যার হদিশ মিলেনি। উপজেলা আওয়ামীলাগের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম জানিয়েছেন,অপহৃত যুবলীগ নেতা দয়াল তংচংগ্যাকে মুক্তি দেওয়া না হলে দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী বুধবার থেকে জেলাসহ বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।


বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম মোল্লা জানান,অপহৃত ব্যক্তিকে উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশের পৃথক ফোর্স অভিযান চালাচ্ছেন। এই অপহরণের ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তিনি আরো জানান, উপজেলা প্রশাসন থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত