খাগড়াছড়িতে বৃক্ষ ও বন জরিপ কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা

Published: 11 Dec 2016   Sunday   

রোববার খাগড়াছড়িতে বৃক্ষ ও বন জরিপ  কার্যক্রমের সূচনা উপলক্ষে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মোমিনুর রশিদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মাদ ওয়াহিদুজ্জমান, পুলিশ সুপার মো: মজিদ আলী, সদর জোন কমন্ডার লে: কর্ণেল হাসান মাহমুদ, লোগাং বিজিবির জোন কমন্ডার লে: কর্ণেল রফিকুল হাসান ও খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম।

 

সভায় জরিপ কার্যকমের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ঢাকা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা নুরে আলম সিদ্দিকি। সভায় জেলার  উর্দ্ধতন সরকারি- বেসরকারি কর্মকর্তা, হেডম্যান-কারবারি, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ে বন উজাড় হচ্ছে ঠিকই। কিন্তু তা রক্ষায় সকলের দায়িত্ব নিতে হবে। তিনি সরকারের জরিপ কার্যকমের সকলের সহযোগিতা কমনা করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত