সহিংসতা শিকার ক্ষতিগ্রস্থ ১২জন নারীকে হিমাওয়ান্টির সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান

Published: 11 Dec 2016   Sunday   

পার্বত্য চট্টগ্রামে সহিংসতা শিকার ক্ষতিগ্রস্থদের সহায়তা ও টেকসই  পূর্নবাসনের লক্ষে শেয়ারিং কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সহিংসতা শিকার ক্ষতিগ্রস্থ ১২জন নারীকে হিমাওয়ান্টির পক্ষ থেকে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা হিমাওয়ান্টির উদ্যোগে ও  ইউএনডিপি-সিএইচডিপির সহায়তা গ্রীনহীলের সন্মেলন কক্ষে কর্মশালার প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী।

 

হিমাওয়ান্টির নির্বাহী পরিচালক টুকু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মাহবুব উন নবী, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমা, যুব উন্নয়ন বিষয়ক জেলা কর্মকর্তা নূরুল আবছার, ইউএনডিপি-সিএইচডিপির কর্মকর্তা ঝুমা দেওয়ান। অনুষ্ঠানে রাঙামাটি জেলায় জেন্ডার ভিত্তিক সহিংসতা শিকার ক্ষতিগ্রস্থদের নারীরা ছাড়াও এনজিও কর্মী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে রাঙামাটি জেলায় জেন্ডার ভিত্তিক সহিংসতা শিকার ক্ষতিগ্রস্থ ১২ জন নারী আত্ননির্ভশীল ও আর্থিকভাবে স্বালম্বী করতে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান  করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী বলেন,সহিংসতার শিকার নারীদের সমাজে মাথা উচু করে দাড়িয়ে প্রতিষ্ঠিত হতে হবে। সমাজে অন্য নারীরা যেভাবে মাথা উচু করে চলে সেইভাবে আপনাদের সমাজ ও সংসারের সর্বক্ষেত্রে মাথা উচু করে চলতে হবে। মনে করবেন না আপনারা নির্যাতনের শিকার হয়েছেন। মনে করবেন এটি একটি দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্নকে স্বপ্ন ভূলে যেতে হবে। নতুন করে দাঁড়াতে হবে।  অন্যান্য বোনেরা যে নির্যাযিত হচ্ছে যাতে আপনাদের দেখে তারা মনোবল, সাহস, আস্থা ও প্রত্যাশা পায়।

 

তিনি নিজের অজান্তে বা নিজেদের দুর্বলতার সুযোগে হোক অথবা অজ্ঞতার কারণে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে যে সব নারীরা নির্যাতনের শিকার হয়েছেন তার থেকে বেরিয়ে আসতে পারায় তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপশি তিনি সহিংসতার শিকার নারীদের উপজেলা ও জেলা প্রশাসন থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত