খাগড়াছড়িতে টেলিভিশন সাংবাদিকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রোববার শেষ হয়েছে।
খাগড়াছড়ি প্রেস ক্লাব হল রুমে তথ্য মন্ত্রণালয়ে অধীন জাতীয় গণমাধ্যম কর্তৃক আয়োজিত টেলিভিশন সাংবাদিকদের তিন দিন ব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) এর পরিচালক সুফী জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিমকো’র সহকারী পরিচালক মোঃ মাসুদ মনোয়ার ভূইয়া, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ূয়া এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম। প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রশিক্ষণার্থী সাংবাদিকরাও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এসময় প্রশিক্ষণার্থী বিভিন্ন টেলিভিশনের ২০ জন কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে কর্মরত সাংবাদিক পেশাগত দক্ষতার জন্য ক্যামেরা পরিচালনা, ফুটেজ তোলার নিয়ম প্রতিবেদন তৈরির কলা কৌশল সর্ম্পকে ধারনা দেয়া হয়।
উল্লেখ্য,গেল শুক্রবার থেকে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.