যৌন সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধে খাগড়াছড়িতে বিটা’র উদ্যোগে সচেতনতা কর্মশালা

Published: 11 Dec 2016   Sunday   

যৌন সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধে খাগড়াছড়িতে রোববার দিনব্যাপী সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র সহযোগিতায় বাংলাদেশ ইনস্টিটিউিট অব থিয়েটার আর্টস (বিটা)-র আয়োজনে সম্পন্ন  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রইছ উদ্দিন।

 

কাবিদাং’র নির্বাহী পরিচালক লালসা চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রনিক ত্রিপুরা এবং ইউএনডিপি’র প্রতিনিধি প্রিয়তর চাকমা।

 

কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মী, নারী ও মানবাধিকর কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় শিশু ও নারীর প্রতি সমাজের বিদ্যমান প্রথা ও সংস্কার ভেঙে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রুখে দেবার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত