বিশ্ব মানবধিকার দিবস উপলক্ষে শনিবার বান্দরবানের আলীকদমে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“কারো অধিকার পক্ষে আওয়াজ তোলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর বটমূলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলার চেয়ারম্যান আবুল কালাম। গ্রীন হিল “শিখা” প্রকল্পের সমন্বয়কারী কুশল চাকমা সভাপতিত্বে আলোচনায় সভায় ব্যক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয় বোর্ডে সমন্বীত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প সংগঠক রাজেন্দ্রলাল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীনহীলের শিখা প্রকল্পের কর্মকর্তা মংছিংপ্রু মার্মা।
এর আগে উপজেলার গ্রীন হিল “শিখা” প্রকল্প উপজেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর বটমূলে গিয়ে শেষ হয়।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রত্যেক মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার। মানুষ এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে এ চর্চা অন্যের ক্ষতি ও শান্তি বিনষ্টের কারণ যেন না হয়। মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য।
এ আইনের কাছে নারী-পুরুষ, ধনী-গরীব সকলেই সমান অধিকার আছে। নির্যাতিত মানুষই অধিকার নিশ্চিত রক্ষায় মানবাধিকার কর্মীরা এ দিবসটি এক যুগে সারা দেশ ব্যাপী পালন করে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.