কাপ্তাইয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

Published: 10 Dec 2016   Saturday   

শনিবার কাপ্তাইয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন  করা হয়।

 

কাপ্তাই উপজেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

 

কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক   আমিনুর রশীদ কাদেরী, কর্ণফুলি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এই এইস এম বেলাল চৌধুরী, উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য এ কে এম হারিস, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবাইয়াৎ আক্তার,  বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম  বড়ুয়া,কাপ্তাই বি এন স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙীর আলম, মানবাধিকার কমিশনের সহ সভাপতি টি এস তালুকদার।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব মানবতা আজ বিপন্ন। ব্রাহ্মণবাড়ীয়া নাছির নগরে সংখ্যালঘুদের উপর হামলা, মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন, গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে আক্রমনসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংখ্যাগুরুদের হাতে সংখ্যালঘুদের নির্যাতন বেড়ে চলছে।তাই এই পরিস্থিতিতে বিশ্বের সকল মানবাধিকার কর্মিদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত