রাঙামাটিতে দুদিন ব্যাপী মঞ্চস্থ হচ্ছে চাকমা নাটক ধনপুদি

Published: 09 Dec 2016   Friday   

নাট্য চেতনায় উদ্ধুদ্ধ হোক তরুন প্রজন্ম ,দুর হোক জঙ্গিবাদ এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার থেকে দুদিন ব্যাপী শুরু হয়েছে মঞ্চ নাটক চাকমা লোক গীতির ভিত্তিতে রচিত ধনপুদি। প্রথম দিনে মঞ্চস্থ হওয়া এ নাটকটি দর্শকদের ব্যাপক মন জয় করেছে। 

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে চাকমা লোক গীতি ধনপুদি নাটকের চতুর্থ প্রযোজনায় নাটকের রচনা ও নির্দেশনায় রয়েছেন নিরুপম চাকমা। পরিবেশনায় রয়েছে জুমফুল থিয়েটার ও আয়োজনে টঙ ঈসথেটিকস মিডিয়া। প্রযোজনা ও ব্যবস্থাপনায় রয়েছেন উচিংছা রাখাইন। নাটকের মিডিয়া পার্টনার  হিসেবে রয়েছে হিলবিডিটোয়েন্টিফোর ডটকম ও জেটিভি(অনলাইন টিভি)।


ধনপুদি নাটকে একজাক তরুন-তরুনী বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন। শনিবার বিকাল সাড়ে ৫টায় এই ধনপুদি নাটকের পুনরায় মঞ্চস্থ করা হবে। নাটকটি উপভোগের জন্য শুভেচ্ছা ধরা হয়েছে একশত টাকা।


ধনপুদি নাটকের সংক্ষিপ্ত কাহিনীর মধ্যে লায়লী-মজনু,রোমিও-জুলিয়েটের প্রেম কাহিনীর মত চাকমা জনগোষ্ঠীর ইতিহাসের অনন্য জুটি হচ্ছে রাধামন-ধনপুদি। এ নাটকের রয়েছে চাকমা সমাজের পুরনো দিনের ঐতিহ্য,সংস্কৃতি জীবন-জীবিকা,সমাজ ব্যবস্থা,রাজ্য শাসন ইত্যাদি পর্ব।


ধনপুদি নাটকে ধনপুদি চরিত্রে অভিনয় করেছেন স্বরুপা চাকমা আর রাধামন চরিত্রে অভিনয় করেছেন নীতিশ চাকমা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সপ্তর্ষি চাকমা, খোকন চাকমা, পিংকী চাকমা,প্রিনা চাকমা,কুহেলী চাকমা, জয়শান্তি চাকমা,শশীরন চাকমা,সুপম চাকমা,পারমিতা চাকমা,নিকেল চাকমা,জিটন চাকমা,উৎপল তংচংগ্যা,সুখীন চাকমা,নীলাঞ্জনা চাকমা ও লাল্টুময় চাকমা।


প্রথম দিন শুক্রবার এ ধনপুদি নাটকে দর্শকদের উপস্থিতি ছিল ব্যাপক। প্রথম দিনে মঞ্চায়িত হওয়া এ নাটকের দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে এবং দর্শকরা ব্যাপক আনন্দ উপভোগ করেছেন।


ধনপুদি নাটকের আয়োজক উছিংচা রাখাইন জানান, চাকমা লোকগীতি কাহিনী ভিত্তিতে রচিত ধনপুদি নাটকটি শনিবার বিকাল সাড়ে ৫টায় আবার মঞ্চস্থ হবে। আশাকরি দর্শকের ব্যাপক সমাগম ঘটবে এবং দর্শকরা প্রচুর আনন্দ উপভোগ করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত