মহালছড়িতে ৫ জয়িতাকে সংবর্ধনা

Published: 09 Dec 2016   Friday   

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার খাগড়াছড়িতে জয়িতা’দের সংবর্ধনা প্রদান করা হয়।

 

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে মাইসছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইলিয়াছ মিয়া।

 

মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা গুলশান-ই-জাহান, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা ও মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাময় চাকমা। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে এ বছর ৫ জন জয়িতাকে ফুল দিয়ে সংবর্ধনাসহ ক্রেষ্ট ও নগদ টাকা তুলে দেওয়া হয়। সংবর্ধিত ৫ জন জয়িতা হলেন, নন্দরানী চাকমা, শোভা রাণী ত্রিপুরা, হ্লাক্রা মারমা,স্নাউ মারমা, ফটোবালা দেবনাথ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত