জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিার রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিং এ বক্তব্যে দেন সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা। এসময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবরিনা তানভীর, মেডিকেল অফিসার ডাঃ নুপুর কান্তি শাদ, প্রবীন সাংবাদিক এ কে এম মকছুদ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং-এ আগামী ১০ ডিসেম্বর রাঙামাটি জেলার ১০ টি উপজেলা ও ২টি পৌরসভার ১৩৪৬ টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ বছর বয়েসী ৮২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাাপসুল খাওয়ানো হবে । এই লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিল্পনা বিভাগ এবং পাড়া কেন্দ্রের ৪ সহসাধ্রিক স্বেছাসেবী দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ৬ মাস থেকে ১১ মাস বয়েসী শিশুদেও একটি কওে নীল রঙ্গ এর ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়েসী শিশুদেও একটি করে লাল রঙ এর ক্যাপসুল খাওয়ানো হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.