স্থানীয় সংগীত শিল্পীদের প্রতিভা অন্বেষন ও মেধাকে আরো গতিশীল করতে রাঙামাটিতে কনসার্ট ফর সলিডারিটি অনুষ্ঠান আয়োজন উপলক্ষে বুধবার রাঙামাটিতে সেনাবাহিনী এক সংবাদ সন্মেলনের আয়োজন করেছে।
সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের সভা কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্যে রাখেন সেনা বাহিনীর রাঙামাটি সদর জোনের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর নাঈমূল হাসান খাঁন ও রাঙামাটি রিজিয়নের জিটুআই মেজর তানভীর।
সংবাদ সন্মেলনে বলা হয়, সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে কনসার্ট ফর সলিডারিটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার জনপ্রিয় ও উদীয়মান ৬ জন পাহাড়ী সংগীত শিল্পীর গানের সিডির মোড়ক উম্মোচন ও এসএ গেমসের পদক পাওয়া চার জন খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.