জাতীয় বিদ্যূৎ ও জ্বালানী সপ্তাহ উলক্ষে বুধবার রাঙামাটিতে বর্নাঢ্য র্যালী বের করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্নাঢ্য র্যালীটি রাঙামাটি পৌর সভা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়।
র্যালীর নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাহেদ চৌধুরী। এসময় বিদ্যূৎ বিভাগের রাঙামাটি প্রধান প্রকৌলৎশরী সবুজ কান্তি মজুমদারসহ বিদ্যুৎ বিভাগের কর্মতারা উপস্থিত ছিলেন।
র্যালী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু শাহেদ চৌধুরী বলেন, জাতীয় বিদ্যূৎ ও জ্বালানী সপ্তাহ যথাযথ ভাবে পালনের জন্য বিদ্যুৎ বিভাগের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বিদ্যুতের অপচয় রোধ ও বিদ্যুৎ সাশ্রয় করতে সকলের প্রতি বিনীত আহবান জানান। বিদ্যুৎ হলো জাতীয় সম্পদ তাই বিদ্যুৎ সাশ্রয় করে রাজস্বকে আরো তরান্বিত করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.