মানবাধিকার সুরক্ষায় স্থানীয় এনজিও এবং সহিংসতার শিকার নারীদের আইনী সহায়তা বাড়াতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের মিলনপুরস্থ খাগড়াছড়ি অডিটোরিয়ামের সন্মেলন কক্ষে নারী নেত্রী লালমা চাকমা’র সভাপতিতে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু।
বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল, খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো: আব্দুল হান্নান, পানছড়ি উপজেলার ভাইস-চেয়ারম্যান রত্না তঞ্চংগ্যা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ চিংমে প্রু মারমা ও উন্নয়ন সংগঠক কাজল বরণ ত্রিপুরা। সভায় সহিংসতার শিকার নারীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা খাগড়াছড়িতে ভিকটিম নারীদের জন্য থানা এবং হেফাকতকালীন সময়ে সুরক্ষার দাবী জানালে প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, জেলার সব এনজিও মিলে জায়গার ব্যবস্থা কর দিলে জেলা পরিষদ আগামী অর্থ বছরেই একটি বহুতল ভবনের কাজ শুরু করতে পারবে।
তিনি জেলায় নানাভাবে নির্যাতিত নারী ও শিশুদের সুরক্ষায় জেলা পরিষদের উদ্যোগে একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.