রাঙামাটিতে ইউনিসেফের পাড়া কেন্দ্র পরিদর্শনে ইসিমুডের ডেলিগেট টিম

Published: 06 Dec 2016   Tuesday   

আর্ন্তজাতিক পর্বত  উন্নয়ন সংস্থা  ইসিমুডের একটি ডেলিগেটের একটি টিম মঙ্গলবার রাঙামাটি জেলার বরকাল উপজেলার সুভলং শিলছড়ি সমন্বিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়া কেন্দ্র পরিদর্শন করেছেন।

 

পরিদর্শনের সময় এ টিমের নেতৃত্ব দেন  পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এসময় ৮ টি দেশের অর্ধ শতাধিক ডেলিগেট এই  সময় উপস্থিত ছিলেন।

 

পাড়া কেন্দ্র পেিরদর্শন কালে ডেলিগেট টিম পাড়া কেন্দ্রের শিশুদের  প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন কার্যক্রম দেখেন এবং পরে পাড়ার মহিলা ও বয়স্ক ব্যক্তিদের সাথে  সভায় মিলিত হন।

প্রকল্প পরিদর্শন কালে প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ইয়াছিন ওইপ এম মোঃ জানে আলম প্রকল্পের বিভিন্ন বিষয়ে ডেলিগেট টিমকে অবহিত করেন।

 

পাড়া কেন্দ্র পরিদর্শন কালে ডেলিকেট টিমকে তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়নাধিন পার্বত্য চট্টগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের ২৬ টি উপজেলায় ৪ সহস্রাধিক পাড়া কেন্দ্রের মাধ্যমে মা ও শিশুদের উন্নয়নে বিভিন্ন মুখী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। এর ফলে এই  অ্ঞ্চলে  শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত