রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

Published: 06 Dec 2016   Tuesday   

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি পার্বত্য জেলা ইউনিটের বার্ষিক সাধারন সভা ও ৪৪ তম সাধারন সভা মঙ্গলবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  আলোচনায় অংশ নেন সোসাইটির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, কার্যকরী সদস্য রেজাউল করিম, গঙ্গামানিক চাকমা, জেবুন্নেছা রহিম , আজীবন সদস্য মোঃ মোস্তফা কামাল, নুরুল আবছার মানিক , মোঃ সোলায়মান।¡ বার্ষিক সাধারন সভায়  বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সোসাইটি রাঙামাটির সেক্রেটারী এম জিসান বখতিয়ার । বার্ষিক সাধারন সভায় সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য এবং সাধারন সদস্য গন উপস্থিত ছিলেন।

 

বার্ষিক সাধারন সভায় জানানো হয়, আন্তর্জাতিক রেড ক্রস এর সহায়তায় রাঙামাটি পার্বত্য জেলার ২ টি উপজেলায় ইকোসেপ প্রকল্পের আওতায় ২ শত হত দরিদ্র পরিবারকে আতœ- কর্মসংস্থান মূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে পরিবার প্রতি ৩০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।  বর্তমানে প্রকল্পের আওতায় উপকার ভোগী পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

 

সভায় আরো জানানো হয় রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নিজস্ব ব্যবস্থাপনায় একটি ব্যাংক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে ।  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে চলতি অর্থ বছরে ৩০ লক্ষ টাকার অবকাঠামো নির্মানের কাজ গ্রহন করা হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত