এরশাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

Published: 04 Dec 2016   Sunday   

প্রধানমন্ত্রীর বিশেষ রাষ্ট্রদূত ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে রোববার সন্ধ্যায় রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 


শহরের বনরুপা পেট্রোল পাম্প চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জাপা আহবায়ক মো.হারুনুর রশিদ মাতব্বর। জাতীয় যুব সংহতির সভাপতি চন্দন বড়–য়ার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন,জেলা জাপা’র সদস্য সচিব প্রজেশ চাকমা, জাতীয় যুব সংহতি নেতা মীর্জা মাসুদ রানা,কুষক পার্টির সভাপতি জ্যোতি বিকাশ চাকমা,স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এসএম সাইফুল ইসলাম জাপা পৌর আহবায়ক, সহ সভাপতি জাতীয় যুব সংহতি আবদুল আলীম দুলাললেহাজ উদ্দিন সরকার প্রমূখ।


এর আগে শহরের বনরুপাস্থ জাপার অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা পেট্রোল পাম্প চত্বরে গিয়ে শেষ হয়।


সমাবেশে বক্তারা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,দ্রুত সাবেক সফল রাষ্ট্র নায়ক আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ এর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় রাঙামাটিসহ সারা দেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত