বান্দরবানে পার্বত্য চুক্তির ১৯তম বর্ষ পূর্তি পালন

Published: 02 Dec 2016   Friday   

পার্বত্য চুক্তির ১৯বছর বর্ষপুর্তিতে শুক্রবার বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

 

সকালে রাজার মাঠে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানেবেলুন উড়িয়ে উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

 

সেনাবাহিনীর উদ্যোগে গরীব অসহায় মানুষদের মাঝে বিনামুল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে শতাধিক গরীব মানুষের মাঝে শীতবস্ত্র এবং দশটি বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, সদর জোন কমান্ডার গোলাম মহিউদ্দিন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশীদ, জেলা পুলিশ সুপার সনজিব কুমার রায়, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা সিভিল সার্জন উদয় শংকর চাকমা প্রমুখ।

 

অপরদিকে, জেলা পার্বত্য চুক্তি দিবস উদযাপন কমিটির উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্টি সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইচ প্রু মাষ্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মার্মা, লেলুং খুমী, অংসমং মার্মা প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি হয়েছে। এক এক করে চুক্তি ১৯ বছরে পা রেখেছে। অথচ চুক্তির পূর্ণাঙ্গ বিষয়গুলো এখনো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। বাস্তবায়ন দীর্ঘায়িত হতে থাকলে পাহাড় আবারও অশান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত