আশুলিয়ায় অবস্থিত তাজরিন গার্মেন্টস এ ব্যাপক অগ্নিকান্ডের মাধ্যমে শতাধিক শ্রমিক নিহত ও দুই শতাধিক শ্রমিক আহতের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে বৃহস্পতিবার রাঙামাটির শিশু নিকেতনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর রাঙামাটি ইউনিটের উদ্যোগে রিজার্ভ বাজারস্থ রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয়ে এসেম্বলীর সময় উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে নিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় ব্লাষ্টের রাঙামাটি ইউনিটের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় অবস্থিত তাজরিন গার্মেন্টস শতাধিক শ্রমিক নিহত ও দুই শতাধিক শ্রমিক আহতের ঘটনায় ২০১২ সালে ব্লাস্ট, বেলা ও আইন ও সালিশ কেন্দ্র (আসক) কর্তৃক উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়।
এ ট্র্যাজেডির চার বছর পূর্তিতে শ্রমিক নিরাপত্তা ফোরামের সাথে একাত্ম হয়ে ব্লাস্ট সকল নিহত ও আহত শ্রমিকের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানাতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিদ্যালয়গুলোতে সকালের এসেম্বলীর সময় এক মিনিট নীরবতা পালনের পদক্ষেপ নেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.